বরিশালের গৌরনদীতে আবারো নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে,নিহত ০১ আহত ১২

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলাধীন আশোকাঠি এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। গতকাল (২আগষ্ট) রোজ বুধবার বিকাল পাঁচটার দিকে এই দুর্ঘটনায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী গোলাম শুভ (৩৫) নামের একজন নিহত হয়েছেন এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে অন্তত ১২ যাত্রী আহত হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কের ওই এলাকায় যান চালাচল বন্ধ থাকলেও পরে স্থানীয় থানার ও হাইওয়ে পুলিশ পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। নিহত গোলাম শুভ গৌরনদী পৌরসভার কম্পিউটার অপারেটর ও স্থানীয় গেরাকুল এলাকার গোলাম মোর্শেদ পান্না মিয়ার ছেলে।

আহতদের মধ্যে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করেছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানায়, ঢাকা থেকে বরিশালগামী একটি বাস বিকাল সোয়া ৫টার দিকে আশোকাঠী এলাকা অতিক্রমকালে একই অভিমুখি এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গোলাম শুভ নিহত এবং বাসের ১২ জন যাত্রী আহত হয়।

অন্যদিকে ওই স্থানের দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শীর মুঠোফোনের মাধ্যমে জানান,মোটরসাইকেল আরোহীর ভুলের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এবং এতে বাসচালকের দোষ নেই। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত ওসি গোলাম রসুল মোল্লা জানান, দুর্ঘটনা কবলিত বাসটি রেকার দিয়ে উদ্ধার করা হয়েছে। নিহত মোটরসাইকেল চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সুপারভাইজার পালিয়ে গেছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *