প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২২, ২:৩০ পূর্বাহ্ণ
বরিশাল ডিএনসি গোয়েন্দা শাখা কর্তৃক ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১
বরিশালের বাবুগঞ্জে ২ হাজার পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা।
১০ সেপ্টেম্বর রোজ শনিবার দুপুর ২ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল এর সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন এর নেতৃত্বে এসআই ইশতিয়াক হোসেন, এএসআই ফারুক হোসেন, এএসআই দিপংকর উপজেলার কেদারপুর ইউনিয়নের আঃ জব্বার এর পুত্র মোঃ আলমগীর হোসেন(৪৫) কে আটক করা হয়।
গোপন তথ্য সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বরিশাল আসার পথে রহমতপুর এলাকা পার হওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাসী করে সর্বমোট ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদেন একটি রেইডিং টিম রহমতপুর এলাকায় অবস্থান করি এবং ২ হাজার পিচ ইয়াবাসহ আলমগীর হোসেনকে আটক করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিষন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত