বরগুনা জেলার বামনায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

বরগুনা জেলার বামনা উপজেলার দক্ষিণ রামনা এলাকার খেয়াঘাট থেকে মোঃ তৌহিদুজ্জামান (২৭) ও আবুল কালাম (৩৮) নামের দুই যুবকে ২০০ পিচ ইয়াবা সহ আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশ ।

গতকাল ০২-০৫-২০২১ ইং তারিখ রবিবার আনুমানিক সন্ধ্যা ০৭:০০ ঘটিকার সময় (ডিবি)গোয়েন্দা পুলিশের ৫ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলার বামনা উপজেলার দক্ষিণ রমনা খেয়াঘাট এলাকায় থেকে ২০০পিচ ইয়াবা সহ দুইজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশের একটি দল।

আটকৃত (১) মোঃ তৌহিদুজ্জামান(২৭) সাতক্ষীরার আশাশুনি উপজেলার চেওটিয়া গ্রামের শেখ আব্দুল জলিলের ছেলে এবং(২) আবুল কালাম(৩৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রামের বাদশা ফকিরের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের উপ- পরিদর্শক জনাব মোসলেম উদ্দিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোসলেম উদ্দিন বাদি হয়ে আটককৃতদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনের আওতায় বামনা থানায় মামলা প্রক্রিয়াধীন চলছে বলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জনাব আবুল বাশার জানান, আটককৃতরা সাতক্ষীরা জেলা থেকে ইয়াবা নিয়ে বামনা উপজেলার দক্ষিণ রামনা খেয়াঘাট আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *