, নীলফামারী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া, মোল্লাপাড়া,কাশিরাম পাড়া,হেটপাড়া,কয়লারদোলা সহ বেশ কিছু এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। পানিতে বাড়িঘরে সেখানে আটকে পড়েছেন কয়েক হাজার মানুষ।পানিতে থৈ থৈ করছে রাস্তা ঘাট বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা , সংকট পরছে গবাদিপশুর খাদ্য। হঠাৎ করে আসা এই বন্যায় এখনো কোনো ত্রাণ কার্যক্রম শুরু করতে পারেনি প্রশাসন। সেখানে খাদ্য সংকটে ভুগছে তারা। জনপ্রতিনিধিরা তাদেরকে এ পর্যন্ত কোন সাহায্য সহযোগিতা না করায় পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। সৈয়দপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় এ অঞ্চলে ২০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। যা এ বছরে এ অঞ্চলের সর্বোচ্চ বৃষ্টিপাত। পানি উন্নয়ণ বোর্ড কর্তৃপক্ষ বলছে, সৈয়দপুর শহরের পাশ দিয়ে বয়ে চলা খড়খড়িয়া নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা এ বছরের রেকর্ড ছাড়িয়েছে ফলে হুমকির মুখে পড়েছে সৈয়দপুর শহর সহ বিভিন্ন এলাকা।