বন্ধ পাটকল চালু ও বকেয়া বেতন দাবিতে মানববন্ধন


এস এম সোহান ঝিনাইদহে বন্ধ হওয়া পাটকল চালু ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, চাকুরিচ্যুত কর্মচারীদের পুনরায় কাজে ফিরিয়ে আনার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আজ সকালে শহরের আরাপপুরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতা-কর্মীসহ পাটকল শ্রমিকরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ কয়েক দফা দাবি জানান।