বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড়”হামুন”পরিস্হিতি মোকাবেলায় বাগেরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ৪৪৬ টি সাইক্লোন সেল্টার প্রস্তুত
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ”হামুন” পরিস্হিতি মোকাবেলায় বাগেরহাট জেলা প্রশাসক মো. খালিদ হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার (২৪ অক্টাবর) বেলা ১১টায় জুম লিঙ্কের মাধ্যমে বাগেরহাট জেলা দুর্যোগব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।
সভায় জেলার সিপিপি, রেড ক্রিসেন্ট, রোভার, স্কাউট, স্বেচ্ছাসেবক, সিভিল সার্জন, নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য, জিএম, পল্লী বিদ্যুৎ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, কোস্টগার্ড, নৌবাহিনী,মিডিয়া সহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকা এবং স্ব স্ব উপজেলার ৪৪৬টি সাইক্লোন সেল্টার, প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কলেজ ভবন প্রস্তুত রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। বাগেরহাট জেলায় ত্রাণ বাবদ ৬৫০ মেট্রিক টন চাল ও নগদ অর্থ বাবদ ৯০ লাখ টাকা মজুদ আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।