বঙ্গমাতা সাংস্কৃতিক জোট বাগেরহাট জেলার শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) বিকাল ৫ টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে বাগেরহাট জেলা কমিটি গঠনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দি হোলি টাইমস পত্রিকার সম্পাদক শ্যামল কান্তি নাগ।
এ সময় শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুণিব্যক্তিদের সমন্বয়ে বাগেরহাট জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে বিশিষ্ট সাংবাদিক সেলিম সুলতান সাগরকে সভাপতি ও চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ মÐলকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সোহরাব হোসেন রতন (বাগেরহাট), খন্দকার নিয়াজ ইকবাল (কচুয়া), যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকন (শরনখোলা), শাহরিয়ার নান্টু (রামপাল), শাহীন ইসলাম (মোল্লাহাট), সাংগঠনিক সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, অর্থ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, দপ্তর সম্পাদক সুবল কর্মকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কিশোর চক্রবর্তী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখর ভক্ত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মেরাজুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পংকজ মÐল, মহিলা বিষয়ক সম্পাদক বিজয়া রায় চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন (ফকিরহাট), নির্বাহী সদস্য তাহরীন অন্যন্যা, শফিকুল ইসলাম সাফা, শামীম আহসান মল্লিক (মোড়েলগঞ্জ), সাংবাদিক কপিল ঘোষ, টিটব বিশ্বাস, পংকজ রায়। নবগঠিত এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে বাগেরহাটের ৯ উপজেলার কমিটি গঠন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করবেন।