বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে BNCC এর বিশেষ উদ্যোগ।

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসির) করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টা থেকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নানা কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে বিএনসিসির সুন্দরবন রেজিমেন্টের কয়েকজন সার্জেন্টের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাডেট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময়ে ক্যাম্পাসসহ আশপাশের বিভিন্ন রাস্তায় জনসচেতনতা মূলক র‌্যালি এবং পথচারীদের মাঝে হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়। এ বিষয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)ক্যাডেটগন বলেন, দেশে করোনা ও ডেঙ্গুর মতো প্রাণঘাতী মহামারি প্রতিরোধ সচেতনতার বিকল্প নেই। সচেতনতা অবলম্বনের মাধ্যমে নিজে এবং দেশকে বাঁচানো সম্ভব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *