বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে নব-গঠিত কমিটি মুক্তিযুদ্ধ মঞ্চ টুঙ্গীপাড়া উপজেলা শাখার শ্রদ্ধাঞ্জলি

মুক্তিযোদ্ধের চেতনা ও আদর্শ নিয়ে টুঙ্গিপাড়ায় গঠন করা হয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটি। আজ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে নব-গঠিত কমিটি মুক্তিযুদ্ধ মঞ্চ টুঙ্গীপাড়া উপজেলা শাখার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এসময় টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল হক বিশ্বাস, মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটির নব নিযুক্ত সভাপতিঃ রিয়াদুল হক লিমন বিশ্বাস, সাধারণ সম্পাদকঃ নাজমুল হুদা সহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
জাতির জনকের সমাধি সৌধে পুষ্পগুচ্ছ ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করার পর মুক্তিযুদ্ধ সহ পনেরো আগষ্টে মৃত্যুবরণ কারী সকলের রূহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়। উল্লেখ্য, ঢাকা, ২৩ ডিসেম্বর- ২০১৮ সাল জুড়ে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থাকে শিথিল করার দাবিতে চলমান আন্দোলনের জোয়ারের বিপরীত স্রোত হিসেবে জন্ম নিয়েছিল মুক্তিযুদ্ধ মঞ্চ।
চাকরি ক্ষেত্রে ৩০% কোটা বহাল রাখার ব্যনার নিয়ে তারা মানববন্ধন থেকে শুরু করে শাহবাগ অবরোধ পর্যন্ত করেছিল। ২০১৮ সালের এপ্রিল মাসে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে তুমুল আন্দোলন গড়ে ওঠে তখন ৩০% কোটা বহাল রাখার দাবিতে পাল্টা আন্দোলনে নামে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে গড়ে প্লাটফরম ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *