বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী স্মৃতি পরিষদের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান
বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব লায়ন আলহাজ্ব আবু তৌহিদকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান৷ বঙ্গবন্ধু পরিষদের নবনির্বাচিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিনের জনাব মোঃ মাসুদ হাসান জয়৷এবং সাংগঠনিক সম্পাদক জনাব স্বপন বণিক৷মহানগর ঢাকা মহানগর উত্তর সাধারন সম্পাদক তারা মিয়া যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল৷ দক্ষিন এর পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়৷ এ সময় আরো অনেকেই উপস্থিত ছিলেন৷
জনাব লায়ন আলহাজ্ব আবু তৌহিদ বলেন আমার জন্ম সূত্রে পাওয়া বাংলাদেশ ও আওয়ামী লীগকে৷ আমার বাবা ছিলেন, একজন মুজিব সৈনিক৷ যিনি ছিলেন একজন বঙ্গবন্ধুর আদর্শের গড়া সোনার বাংলা গড়ার কারিগর৷ দেশের জন্য রয়েছে যার অনেক অবদান৷
তিনি ততকালীন সময়ে , মুক্তিযুদ্ধ বিষয়ক সংস্থা অরোরা ফাউন্ডেশন চেয়ারম্যান ৷মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু তালেব তিনি মহান স্বাধীনতা সংগ্রামে বিশেষ অবদান রেখে গেছেন৷ এই অবদান রাখার কারণে ভারত সরকার কর্তৃক জেনারেল উপাধিতে ভূষিত হন ২০০০৫ সালে ভারতের সেনাপ্রধান জেনারেল ভি কে সিং তাকে ভারতের সেনা পদ্ম শ্রেষ্ঠ পদক এ ভূষিত করেন পরবর্তীতে ২০০০৭ সালে ভারতের জেনারেল জ্যাকব মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর স্ট্যান্ডিং কমিটির সেকেন্ড ইন কমান্ড পরবর্তী ভারতের সেনাপ্রধান তাকে আবার একটি শ্রেষ্ঠ পদকের সম্মানিত করেন ভারতে দিল্লিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷
তিনি আরো বলেন আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এদেশের মানুষের পাশে থেকে সুখে দুঃখে দেশের সেবা করতে চাই৷এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আরো শক্তিশালী করে তুলতে তৃনমূল পর্যায়ে পৌছে দিতে চাই৷ এবং বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যদি আমাকে সুযোগ দেওয়া হয় আমি আমার সততা শ্রম ও মেধা দিয়ে সুন্দর ও সুগঠিত একটা দুর্নীতি মূক্ত দেশ গড়ার লক্ষে প্রানপন চেষ্ঠা করবো৷