বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শীতার্তদের মাঝে এমপি নার্গিস রহমানের শীতবস্ত্র বিতরণ

 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন গোপালগঞ্জের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নার্গিস রহমান। সোমবার (১০ জানুয়ারি) বিকালে মুকসুদপুরের সালিনা বক্সা গ্রামে তিনি ২০০ পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও গত ৯ জানুয়ারি কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় প্রত্যন্ত অঞ্চলের আরো ২০০ শীতার্ত পরিবারের মাঝে তিনি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এর আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার (১০ জানুয়ারি) সকালে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ সহ গোপালগঞ্জ জেলা-উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে নিয়ে সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *