বঙ্গবন্ধুর ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অসহায়, দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপি। আজ সোমবার (১০ জানুয়ারি) সকালে টুঙ্গিপাড়া শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের অসহায় শিশুদের মাঝে তিনি শীতবস্ত্র (কম্বল) ও শীতের কাপড় (সুয়েটার) বিতরণ করেন। এ সময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর আ. লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে শেষ সারহান নাসের তন্ময় এমপি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।