বঙ্গবন্ধুর সমাধিসৌধে “সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯৪৮-৭১)” শীর্ষক গ্রন্থ সংকলন টিম -এর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে “সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯৪৮-৭১)” শীর্ষক গ্রন্থ সংকলন টিমের সদস্যরা উক্ত টিমের নেতৃত্ব প্রদানকারী বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন (অব.) এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের  মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা শেখ মো.মোত্তাহিদুর রহমান শিরু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, উক্ত টিমের অন্যান্য সদস্য ও বাংলাদেশ পুলিশের এডিশনাল এসপি জুয়েল আমিন, উক্ত টিমের সদস্য এডিশনাল এসপি সৈয়দ শফিকুল ইসলাম, এএসপি মশিউর রহমান প্রমূখ।

পরে তারা বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *