বঙ্গবন্ধুর সমাধিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খাইরুল আলম শেখ এর শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খাইরুল আলম শেখ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় উপসচিব মোহাম্মদ আবদুল মিয়া ,টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক হারুন অর রশিদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কনসালটেন্ট ডা.নাজমুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান, টু্ঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা অফিসার প্রকাশ চক্রবর্তী, সমাজ সেবা অফিসের শাহ্ জাহান শেখ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে সচিব বঙ্গবন্ধু ভবনের সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।