বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ আঞ্চলিক কমিটি ফরিদপুর অঞ্চল,ফরিদপুর।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ আঞ্চলিক কমিটির সভাপতি আনোয়ারুল হক কল্লোল সাধারণ সম্পাদক নুরুজ্জামান নান্নু।
শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের, ’৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।