বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষ ডঃ মোঃ আলমগীর কবির মিলন


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষ ডঃ মোঃ আলমগীর কবির মিলন সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ । যশোরের মনিরামপুরের ৪নং ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্ভাব্য পদপ্রার্থী অনুপম মল্লিক ও যশোর সদরের ৭ নং চুড়ামণকাঠি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ টিপু সুলতান সহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সেই সাথে সূরা ফাতিহা পাঠ করেন বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট এর সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করেন।