প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২২, ১২:৩১ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালে দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদ (২০২২-২০২৩) এর সভাপতি মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে পর্ষদের অন্যান্য নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি খন্দকার শামছুল ইসলাম বাবুল, সহ-সভাপতি মো. মিজানুর রহমান সহ ১৮ জন পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সভাপতি নবনির্বাচিত পরিচালনা পর্ষদের পক্ষে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত