গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা ০২ আসনের এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমাদ।এসময় স্বাস্থ্যবিধি মেনে, বঙ্গবন্ধু সহ ৭৫/১৫ ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেস দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ধমরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা চেয়ারম্যান মোহাব্বত হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু সহ উপজেলা আওয়ামী, উপজেলা যুবলীগ, পৌর আওয়ামী লীগ, সহ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর বাসভবনে রক্ষীত পরিদর্শন বইতে মন্তব্য করে স্বাখর করেন।