জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন যুগ্মসাধারণ সম্পাদক ফতুল্লা থানা আওয়ামী লীগ ।
রবিবার দুপুর ৩ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ’৭৫ -এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় স্বাস্থ্যবিধি মেনে শহীদুল ইসলাম শাহীন সাংগঠনিক সম্পাদক ফতুল্লা থানা আওয়ামী লীগ, তারপর রহমান বাবু সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ, মোঃ রুবেল সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ সহ ফতুল্লা থানা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ মিউজিয়াম ও লাইব্রেরি ঘুরে দেখেন এবং বাসভবনে রক্ষীত পরিদর্শন বইতে স্বাখর করে মন্তব্য করেন।