প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২১, ৭:৩১ অপরাহ্ণ
বঙ্গবন্ধু’র সমাধিতে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নবাগত অধ্যক্ষের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নবাগত অধ্যক্ষ ডা.মোঃ জাকির হোসেন।
আজ দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু'র সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ -এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. অসিত কুমার মল্লিক, শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ -এর প্রকল্প পরিচালক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. চৌধুরী শফিকুল আলম, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোঃ হুমায়ুন কবির, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা.শেখ আব্দুল্লাহ আল মাহমুদ, ডা. আবুল বাশার আব্দুল মতিন (সার্জারি), ডা. মাসুদুর রহমান (সার্জারি) সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে, তিনি সকলকে নিয়ে '৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এরপরে নবাগত অধ্যক্ষ ডা. মোঃ জাকির হোসেন বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত