বঙ্গবন্ধুর সমাধিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের শ্রদ্ধা


স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২২ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. হাবিবুর রহমান।
আজ শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫- এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে সমাধিসৌধ কমপ্লেক্স জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা করেন।
এর আগে সকালে তিনি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু সরকারি কলেজ পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে তাকে উক্ত কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মণি মোহণ অধিকারী ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।