বঙ্গবন্ধু’র সমাধিতে যুব উন্নয়ন অধিদপ্তরের নবাগত উপ-পরিচালকের শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের নবাগত উপ-পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।
আজ দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোঃ ফরিদ, সহকারী উপ-পরিচালক সাইফুদ্দিন আহমেদ, টুঙ্গিপাড়া শহীদ শেখ জামাল যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের (ডিপিসি) সহকারী পরিচালক মোঃ মাহবুবুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ সায়ান উদ্দিন মিরাজ সহ অন্যান্য উপজেলা ও বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি সকলকে নিয়ে ‘৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।