বঙ্গবন্ধু’র সমাধিতে ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদের শ্রদ্ধা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ। শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ’৭৫-এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব আব্দুল মজিদ, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল ফাত্তাহ সজু, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইউনিট প্রধান হেমায়েত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পর বিকালে স্থানীয় প্রেসক্লাবে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লির প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ফরিদ আহমেদ, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। পরে শাবান মাহমুদ গোপালগঞ্জ প্রেসক্লাবে ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) -এর কার্যালয়ে ব্যবহারের জন্য দুটো ল্যাপটপ সংগঠনের নেতৃবৃন্দের মাঝে বিতরণ করেন। এর আগে, ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছালে সেখানে তাকে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)-এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।