গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) -এর নেতৃবৃন্দ।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দ্বীপ আজাদ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা সবাই ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফরোজ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল সহ প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম সহ রাজশাহী, খুলনা, বরিশাল, পিরোজপুর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তারা সমাধি সৌধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।