প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২২, ৬:২০ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. রিয়াজ পারভেজ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম কেন্দ্রীয় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা '৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর নেতৃবৃন্দ সমাধিসৌধ কমপ্লেক্সের মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ও নির্দেশনা মোতাবেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ২য় শ্রেণির গেজেটের মর্যাদা ও ১০ম গ্রেড প্রদানের উচ্চ আদালতের যুগান্তকারী রায় আপীল বিভাগ কর্তৃক বহাল রাখায় কৃতজ্ঞতা স্বরূপ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত