জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত-বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্নেল হাসান মাহমুদ। রোববার দুপুরে তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন, সুন্দরবন রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মো. ওমর ফারুক, খুলনা বিএন ফ্লোটিলা কমান্ডার লেঃ দেওয়ান রফিকুল আউয়ালসহ বিএনসিসি অফিসার ও ক্যাডেটবৃন্দ।