প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ১০:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২১, ৫:৪৬ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলালাদেশ এনজিও ফাউন্ডেশন। আজ শনিবার দুপুরে তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা ।
এসময় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আল মামুন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জিল্লুর রহমান, প্রভাতী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আয়নাল হোসেন শেখ,বঙ্গীয় গানননন সোসাইটির নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম বাবলু সহ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কর্মকর্তা , কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আল মামুন বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত