বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ সম্পাদক ফোরামের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সম্পাদক ফোরাম।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে সম্পাদক বৃন্দ জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের  শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময় বাংলাদেশ সম্পাদক ফোরামের অন্যতম উপদেষ্টা নাঈমুল ইসলাম খান, আহ্বায়ক ও স্বদেশ প্রতিদিন সম্পাদক রফিকুল ইসলাম রতন, যুগ্ন আহ্বায়ক ও আলোকিত বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ আনোয়ার, সদস্য সচিব ও দৈনিক আজকালের খবর সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, প্রতিদিনের সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এসএম মাহবুবুর রহমান, আমাদের নতুন সময় সম্পাদক নাসিমা খান মন্টি, মানবকন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, ভোরের ডাক সম্পাদক কে.এম বেলায়েত হোসেন, সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ, বাংলাদেশ বুলেটিন সম্পাদক মোহাম্মদ আশরাফ আলী, বাংলাদেশের আলো সম্পাদক মফিজুর রহমান খান সহ গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, দেশের সংবাদপত্র শিল্পের বিরাজমান সংকট উত্তরনে, মিডিয়ার বিভিন্ন সমস্যার সমাধানে ও সাংবাদিকতা পেশার মান সুসংহত করার লক্ষ্য নিয়ে গঠন করা হয়েছে বাংলাদেশ সম্পাদক ফোরাম। নবগঠিত এ ফোরামের উদ্দেশ্য ও নীতি হলো মহান মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক গনতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে গনমাধ্যমের ভূমিকা সুসংহত করা। গনমাধ্যমের স্বার্থ সংরক্ষন, গনতন্ত্র সুরক্ষার জন্য সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে ও দেশের উন্নয়নের পক্ষে কাজ করবে বাংলাদেশ সম্পাদক ফোরাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *