বঙ্গবন্ধুর সমাধিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালকবৃন্দের শ্রদ্ধা
গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালকবৃন্দ।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এমদাদুল হক তালুকদার -এর নেতৃত্বে শনিবার (১৫ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে দপ্তরের অন্যান্য পরিচালকবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় গোপালগঞ্জ জেলার (ভারপ্রাপ্ত) প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.গোবিন্দ চন্দ্র সর্দার, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. এ এস এম আব্দুর রাজ্জাক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের সকল পরিচালক বৃন্দের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. এমদাদুল হক তালুকদার বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।