বঙ্গবন্ধুর সমাধিতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এনডিসি।
গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় বিসিএস পরিসংখ্যান ক্যাডার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও Household Income and Expenditure Survey (HIES-2022) উপপ্রকল্প পরিচালক মহিউদ্দিন আহমেদ এমপিএইচ, উপপরিচালক বিবিএস ও প্রকল্প পরিচালক Labour Force Survey (LFS-2022) আজিজা রহমান, বিসিএস পরিসংখ্যান ক্যাডারের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিবিএস -এর উপপরিচালক মো. মোবারক হোসেন, গোপালগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো. রেজাউল করিম, এনডিসি মো.মহসিন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সচিব বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং সমাধিসৌধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এর আগে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এনডিসি গোপালগঞ্জ সার্কিট হাউজে পৌঁছালে সেখানে তাকে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো. রেজাউল করিম তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *