গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মোঃ মকবুল হোসেন।
শনিবার দুপুরে তিনি জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু সহ ৭৫'র ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এ অংশগ্রহণ করেন তিনি।
এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন, গোপালগঞ্জের এনডিসি মহসিন উদ্দিন, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মইনুল ইসলাম, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।