বঙ্গবন্ধুর সমাধিতে নওগাঁ জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সম্পর্কে শ্রদ্ধা নিবেদন করেছেন নওগাঁ জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দীন (চ্যানেল আই ও বাসস) ও সাধারণ সম্পাদক শফিক ছোটন (যমুনা টিভি) এর নেতৃত্বে তারা জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। এসময় সহ-সভাপতি এএসএম রায়হান আলম (এটিএন বাংলা ও এটিএন নিউজ), যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুর রউফ পাভেল (জিটিভি), একে সাজু (ডিবিসি), অর্থ সম্পাদক বাবুল আখতার রানা (বাংলাদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা (কালবেলা), দফতর সম্পাদক আবু রায়হান রাসেল (আলোকিত বাংলাদেশ), সদস্য নবীর উদ্দিন (দৈনিক করতোয়া), আসাদুর রহমান জয় (এনটিভি), ওবায়দুল হক (অবজারভার), আব্দুর রউফ রিপন (দীপ্ত টিভি), ওমর ফারুক (প্রথম আলো), চ্যালেন ২৪ এর স্টাফ রিপোর্টার হারুণ চৌধুরী, বিটিভির নওগাঁ প্রতিনিধি সাজেদুর রহমান সাজু, আজকের পত্রিকার নওগাঁ প্রতিনিধি সিয়াম সাহারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নওগাঁ জেলা প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *