প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ৬:১৬ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সমিতির সভাপতি মো. মামুন শেখ ও সাধারণ সম্পাদক শ্যামল কান্তি জয়ধরের নেতৃত্বে তারা জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা বঙ্গবন্ধু সহ ৭৫-এর ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সহ-সভাপতি জয়ন্ত আচার্য, খন্দকার খালিদ আজিজ শিপু, কে এম মেহেদী হাসান কাজল, দীপঙ্কর গৌতম ও শেখ নাসির উদ্দীন। যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম খান, মাসুদ পারভেজ মিলন ও শেখ সোহেল রানা, কোষাধ্যক্ষ জাকির এইচ তালুকদার, সাংগঠনিক সম্পাদক কাজী সুমন আহমেদ, দপ্তর সম্পাদক প্রদীপ কুমার জয়ধর (সুভাষ), জনকল্যাণ সম্পাদক এম শিমুল খান, প্রচার সম্পাদক এম মিজানুর রহমান মোল্লা, সহ-প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান অপূর্ব, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা খানম ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক এনাম আহমেদ উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শুকুর আলী শুভ, নাজমুল হক সৈকত, মঞ্জুরুল আলম পান্না, সেলিম শেখ, এম এন জামান কামাল, সঞ্জয় বিশ্বাস, মাকসুদুর রহমান, আসাদুজ্জামান বিকু, কাজী জামশেদ নাজিম, আমিনুল ইসলাম, সোহানুর রহমান, মিজানুর রহমান মাসুম, শুভ খান ও আজিজুর রহমান টিপু প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত