প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৩, ৫:৪৪ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দদের শ্রদ্ধা
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
আজ ১৬ ই জানুয়ারি ২০২৩ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এর নেতৃত্বে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুুব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ সাহেদ চৌধুরী, সদস্য ফরিদ হোসেন, কাজী রওনাক হোসেন, সাহানাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, জুলহাস আলম প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এক মিনিট নীরবতা পালন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ ৭৫ এর ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদদের রুহের মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রীর সু-স্বাহ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
বঙ্গবন্ধু সমাধিতে জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সকল বাধা অতিক্রম করে জাতীয় স্বার্থে কাজ করার অঙ্গীকার সহ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের শপথ গ্রহণ করেন।
এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত