প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২২, ৯:৫৫ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুন্সী আতিয়ার রহমান।
বৃহস্পতিবার দুপুরে তিনি গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দদের সাথে নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সহ-সভাপতি শেখ শুকুর আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বি.এম তৌফিক ইসলাম, শ্রাবণী খানম, এসএম কামাল সেলিম, শারমিন নাহার, রবিউল আলম সিকদার, আরমান হাফিজ, মোঃ কামরুল ইসলাম বাদল সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত