বঙ্গবন্ধু’র সমাধিতে গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ।

গতকাল মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ’৭৫ সালে ১৫ আগস্ট সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ ইলয়াস হোসেন ও সাধারণ সম্পাদক শেখ মোঃ কালিম সরোয়ার এর নেতৃত্বে এসময় কার্যকারী সভাপতি মোঃ জাফর হোসেন (কালু), সহসভাপতি হাজী মোঃ হাছমত আলী শেখ, মুন্সি তাইমুর ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত আলী, সাংগঠনিক সম্পাদক কাজী জাকির হোসেন, মোঃ তফছিকুর শেখ সহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশ নেন। এর আগে সকালে গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত সকল সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহবায়ক এমদাদুল হক মোল্লা (নাজির সাহেব)।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *