বঙ্গবন্ধুর সমাধিতে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর শ্রদ্ধা নিবেদন


গোপালগঞ্জের টুঙ্গিপড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ড. শ্যামল কান্তি চৌধুরী। শনিবার (১৩ নভেম্বর) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি ‘৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রূহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামানা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সাবেক কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মোহাম্মদ ইকবাল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে তারা বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স ঘুরে দেখেন ও পরিদর্শন বইয়ে মন্তব্য্য লিখে স্বাক্ষর করেন। এর আগে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ড. শ্যামল কান্তি চৌধুরী গোপালগঞ্জের সার্কিট হাউসে পৌঁছালে সেখানো তাকে জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাগণ ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান।