বঙ্গবন্ধুর সমাধিতে এসেনসিয়াল ড্রাগস’র কর্মচারী ইউনিয়নের শ্রদ্ধা নিবেদন


টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এ্যাসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের কর্মচারী ইউনিয়ন (বি-২২০৮) এর নেতৃবৃন্দ।
আজ শনিবার বেলা ১২ টায় তারা জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধু ও ১৫ ই আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এসময় এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের কর্মচারী ইউনিয়ন বি-২২০৮ এর সভাপতি খালিদ মোনোয়ার, সাধারণ সম্পাদক রওশন আরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শুকুর আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান শরীফ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুজ্জামান পান্না সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।