গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী (এসজিপি, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি)।
আজ মঙ্গলবার দুপুরে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রজেক্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান, মহাপরিচালক এর র্কোড অফিসার মেজর মোরশেদ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ তৌফিকুল ইসলাম খান, উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকির হোসেন, টুঙ্গিপাড়ার সহকারী কমিশনার ভূমি দিদারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শেখ ওয়ালিদুর রহমান হীরা প্রমূখ উপস্থিত ছিলেন।