বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাট  প্রেসক্লাবে আলোচনা সভা 

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রবীন সাংবাদিক অধ্যাপক এবি এম মোশাররফ হুসাইন।
বাগেরহাট প্রেসক্লাব সভাপতি নীহাররঞ্জন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সহ সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক।
আলোচনা সভা শেষে ৭৫ এর ১৫ আগষ্ট এর কালো রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *