"জাতির পিতার সম্মান রাখবো আমরা অম্লান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাম্প্রতিক ন্যাক্কারজনক হামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্য বিরোধী প্রচারণায় উস্কানি দেওয়ার ধৃষ্টতার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০ টায় শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে গোপালগঞ্জের সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরামের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিবাদ সভায় গোপালগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -এর নেতৃত্বে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন, গোপালগঞ্জ শাখার বিজ্ঞ সদস্যগণ অংশগ্রহণ করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাছির উদ্দীন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (যুগ্ন জেলা ও দায়রা জজ) মোঃ ইউসুফ হোসেন, সিনিয়র সহকারী জজ (গোপালগঞ্জ সদর) এইচ এম কবির হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির, মোঃ হাসিবুল হাসান, অমিত কুমার বিশ্বাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুর রহমান, বেগম তানিয়া সুলতানা লিপি উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে গোপালগঞ্জ জজশীপ ও ম্যাজিস্ট্রেসি'র বিপুল সংখ্যক কর্মচারী উক্ত প্রতিবাদ সভায় যোগদান করেন। এর আগে শনিবার সকাল ১০ টায় গোপালগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -এর নেতৃত্বে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন, গোপালগঞ্জ শাখার সদস্যবৃন্দ এবং জজশীপ ও ম্যাজিস্ট্রেসি'র বিপুল সংখ্যক কর্মচারী জেলা জজ আদালত ভবনের সামনে সমবেত হন।