বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্যদিয়ে গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত

৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে গোপালগঞ্জ পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। এরপর থেকেই দিবসটি তাৎপর্যের সাথে পালিত হয়ে আসছে।

গোপালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা বীর মুক্তিযোদ্ধাগণ। শ্রদ্ধা নিবেদনের পর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অডিটোরিয়ামে গোপালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ, গোপালগঞ্জ ইউনিটের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন।

মুক্তিযোদ্ধা সংসদ, গোপালগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার এম বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু। বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বেগম রোকেয়া শিরিন।

এসময় বীর মুক্তিযোদ্ধা সাখায়েত হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন মৃধা, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, মাহাবুব কাজী, নাজির শেখ, নিরদ ঠাকুর, আবুল বশার খান, হাবিবুল সিকদার সহ প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধারা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *