জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জে এক আনন্দ মিছিল বের করেছে ছাত্রলীগ।
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার সকাল ১০টায় জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল জেলা, উপজেলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শহর ও ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন ও নানান স্লোগান দিয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী গিয়ে শেষ হয়।
পরে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।