বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বাউলদের মিলনমেলা অনুষ্ঠিত
জয় হোক মানবতার, জয় হোক বাংলার ইতিহাস ও ঐতিহ্যের-এ শ্লোগানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চকমাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছিলো বাউল শিল্পীদের মিলনমেলা।
কোন ধরনের গাঁজা, চরস, নেশাদ্রব্য কিংবা অশ্লীলতা বিহীন এ আয়োজনে আধ্যাত্মিক সাধনার পাশপাশি মহামারী করোনাকে মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে রাতভর সেখানে চলে দেহতত্ব, মুর্শিদী আর বাউল গানের আসর।
উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় শতাধিক বাউল শিল্পী এবং হাজার হাজার ভক্ত-অনুরাগীদের আগমনে প্রত্যন্ত পল্লী রাতের নিস্তব্ধতা ভেঙ্গে জেগে ওঠে বাংলার ইতিহাস ও ঐতিহ্য। বাউলদের সুরের মূর্ছনায় শুধুই যেন মুগ্ধতা।
বাউলদের বিভিন্ন সঙ্গীত পরিবেশনা দর্শকদের মাঝে মুগ্ধতার ছড়িয়ে দেয়। এ বাউল আসরের আয়োজন করেন উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কৃতি সন্তান, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খাইরুল বাশার আকন্দ নয়ন। বিভিন্ন এলাকা থেকে আগত বাউলদের অনুষ্ঠানে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।
প্রত্যেক বাউলের গান পরিবেশন শেষে ভক্ত অনুরাগীরা তাদেরকে নগদ অর্থ পুরষ্কার দিয়ে সম্মানীত করেন। বাউল আশরাফ মিয়া বলেন, বাউল গান মানুষের মনকে পরিশুদ্ধ করে, আধ্যাত্মিকতার পথে টেনে নেয়।
বাউলরা সৃষ্টিকর্তার দাস। এতে মানুষ নিজেকে এবং স্রষ্টাকে চিনতে-জানতে পারে। বাউলিয়ানায় কোন ধরনের অশ্লীলতার স্থান নেই। বাউল আসর এর আয়োজক আলহাজ্ব খায়রুল বাসার আকন্দ নয়ন বলেন, বাউল গান হচ্ছে আমাদের দেশের সংস্কৃতির এক অপরিহার্য অংশ, নতুন প্রজন্মের কাছে বাংলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস।
(Older) গোপালগঞ্জে সিএসএস -এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী’র স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত