সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ বোন এবং দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু আমেনা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে মিলাদ মাওফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বাদ জোহর নগরীর বরিশাল ক্লাব প্রাঙ্গণে পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল এবং দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। প্রয়াত আমেনা বেগম সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মিণী এবং পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক সাবেক চীফ হুইপ এবং মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির মা। উক্ত দোয়া অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী (অব.) কর্নেল জাহিদ ফারুক শামিম, প্রয়াত আমেনা বেগমের নাতি বরিশাল সিটি করপোরেশনের জনপ্রিয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ বিভিন্ন সংসদ সদস্য, বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ,আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এবং গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজিত মিলাদ-মাওফিল, দোয়া-মোনাজাত পরিচালনা ও পেশ করেন বরিশাল জামে এবায়েদুল্লাহ মসজিদের ইমাম মাওলানা নুরুর রহমান বেগ। এছাড়াও প্রয়াত আমেনা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরালের গ্রামের বাড়ি, গৌরনদী উপজেলা এবং ঢাকা, পটুয়াখালী, ঝালকাঠীসহ বিভিন্ন জেলা উপজেলার মসজিদ, মাদরাসা ও এতিমখানায় পবিত্র কোরআন খতম,মিলাদ-মাওফিলসহ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।