বগুড়ার আদমদিঘি থানা পুলিশের মাদক অভিযান ৬০কেজি গাঁজাসহ তিনজন আটক।

বগুড়ার আদমদিঘি থানা পুলিশের অভিযানে ৬০কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ। সেই সাথে আটক করা হয়েছে গাঁজা বহনকাজে ব্যবহৃত একটা ISUZU Trooper জিপ(ঢাকা মেট্রো ঘ- ১১- ৩৩৫৬)। নারায়ণগঞ্জ থেকে গাঁজা বহনকারী একটি জিপ নওগাঁর বদলগাছি যাচ্ছে গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার স্যারের নির্দেশনায় আদমদিঘি সার্কেলের এএসপি কেএম এরশাদের নেতৃত্বে। শনিবার ২৪ অক্টোবর বেলা সাড়ে ১১ টার সময় অফিসার ইনচার্জসহ থানার একদল পুলিশ আদমদিঘি থানা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। জিপটি এলে সেটাকে চ্যালেঞ্জ করে তল্লাশি করে উক্ত গাঁজা পাওয়া যায়।গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন আসামী ১।আলমগীর (২৮)পিতাঃ মোঃ অলি উদ্দিন,সাং অনন্তপুর থানাঃ ফুলবাড়ি, জেলাঃ কুড়িগ্রাম ২। মোঃ আব্দুর রহিম(৩০),পিতাঃ মোঃ আব্দুর রশিদ সাং চর দুর্গাপুর থানাঃ কালিহাতি, জেলাঃ টাংগাইল ৩। মোঃ রিপন(৫২), পিতাঃ ইলিয়াস হোসেন,গ্রামঃ আহমেদাবাদ, থানাঃ বানারিপাড়া,জেলাঃ বরিশাল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *