বগুড়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের প্রতিবেদক মাজেদুর রহমান ও ফটোসাংবাদিক রবিউল ইসলাম।
এ সময় তাদের কাছে থাকা ক্যামেরা, মোবাইল,মানি ব্যাগ ও অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে বগুড়া সদরের দশটিকা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই সংবাদকর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মাজেদ জানান, বুধবার দুপুরে তিনি ক্যামেরাপার্সন রবিউল ইসলামকে সাথে নিয়ে সদরের দশটিকা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের সংবাদ সংগ্রহ করতে যান।
ঘটনাস্থলে পৌঁছে নিম্নমানের কাজের ভিডিওচিত্র ধারণ করার সময় স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া ও শ্রমিকলীগ নেতা জনির নেতৃত্বে তাদের সহযোগীরা হামলা করে। তারা ক্যামেরা ভাঙচুর করে কেড়ে নেয় এবং দুইজনকে আটকে রেখে কাঠের বাটাম দিয়ে বেদম মারপিট করে।
পরে খবর পেয়ে স্থানীয় সাংবাদিক, সদর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, আহত অবস্থায় দুই সাংবাদিককে পুলিশ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে এলাকায় পুলিশ অভিযান শুরু করেছে।