ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকোথায় বিশ্বনবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গহরডাঙ্গা আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন এ অংশ নেয়।
আজ সকাল ১১ টা ২০ মিনিটের সময় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে সড়ক মানববন্ধনে নেতৃত্ব দেন ছদর সাহেব রহ. এর পৌত্র ও গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি উসামা আমিন ।
বক্তব্য রাখেন গহরডাঙ্গা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা শামসুল হকসহ শীর্ষ আলেম-ওলামা । এতে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ইমাম মুয়াজ্জিন সাধারণ তাওহীদি জনতা অংশগ্রহণ করেন ।পরে ফ্রান্সের প্রেসিডেন্ট এর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষণা দেন। মানববন্ধনে মুফতি উসামা আমীন বলেন বিশ্বনবী (সঃ) জগদ্বাসীর জন্য রহমত স্বরূপ আগমন করেছিলেন। তিনি বিশ্বের সব ধারণার অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন ।হযরত মুহাম্মদ (সঃ) বিশ্ব মুসলিমের জীবনের থেকে বেশি প্রিয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্স হুযুর (সঃ) ব্যঙ্গ চিত্র প্রদর্শন করে যে দৃষ্টতা দেখিয়েছে তা বিশ্বের ২০০ কোটি মুসলমানের হৃদয়ের চরম আঘাত এনেছে।
এবং ক্ষোভ সৃষ্টি করেছে ।বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের প্রতিবাদে রাজপথে নেমে এসেছে এই ঘটনার জন্য ফ্রান্সকে অবশ্যই বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন ।
বাকস্বাধীনতার নামে ফ্রান্সে যে জঘন্য কাজ করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না । বিশ্বের দ্বিতীয় মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের রাষ্ট্রপতিকে জরুরি ভাবে তলব করে এরকম জঘন্য ঘটনার প্রতিবাদ জানাতে হবে প্রয়োজনবোধে ফ্রান্সের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান তারা ।
সংগঠনের মহাসচিব মাওলানা শামসুল হক বলেন সালাম রাসূল (সঃ) শাশ্বত সোমনাথ সালামকে জঙ্গিবাদের উপসর্গ বলে ঢাবির ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান যে মূর্খতা প্রকাশ করেছেন তাতে তিনি কোনভাবে আর ঢাবির শিক্ষক থাকার যোগ্যতা রাখে না ।
অনতিবিলম্বে তাকে ঢাবি থেকে বহিষ্কারের দাবি জানান মুফতী মুহাম্মাদ তাসনীম ও মুফতি মাকসুদুল হক এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার মাওলানা ফরিদ আহাম্মদ বেফাকের নায়েবে সদর মাওলানা নুরুল হক কোট মসজিদ মাদ্রাসার মুফতি হাফিজুর রহমান মাওলানা মাহমুদুল হাসান জেলা ওলামা পরিষদ সদস্যসচিব মুফতি মঈন উদ্দিন তারা মাদ্রাসার মাওলানা শেহাব উদ্দিন মুসলিম এতিমখানা মাদ্রাসার মাওলানা হায়াত আলী, মাওলানা নাসির উদ্দিন, মুফতি ফখরুল ইসলাম, তানজিমুল মাদারিস বাংলাদেশর মাওলানা আতাউর রহমান, মাওলানা জামাল উদ্দিন মাওলানা আব্দুর রাজ্জাক মাওলানা ওহীদুজ্জামান মাওলানা শফিকুল ইসলাম ঘড়ি খাদেমুল ইসলাম শাখার সভাপতি গোলাম রব্বানী মাওলানা হাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।