ফেনী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর বিশেষ দিক নির্দেশনায় জনাব বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) এর সার্বিক তত্ত্বাবধানে গত ২৬/০১/২২ ইং তারিখ ১৭.১৫ ঘটিকার সময় ফেনী জেলা ডিবি পুলিশ ও ফেনীর র্যাব-৭ এর যৌথ অভিযানে ফেনী টু ছাগলনাইয়া রাস্তার পাঠান নগর বাজারে যাত্রী ছাউনী সামনের পাকা রাস্তার উপর একটি রড ভর্তি ট্রাক (গাড়ী নং -ঢাকা মেটো ১৬-৯৫৯২) গাড়ী তল্লাশি করিয়া সর্বমোট ৫২ (বায়ান্ন) কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং জাফর আহম্মেদ মিন্টু (৬০), পিতা- মৃত সুলতান আহমেদ,মাতা- জোবেদা খাতুন, সাং- বাশপাড়া নদীর কুল, (রেজু মিয়ার বাড়ী), থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী কে আটক করা হয়। এই সংক্রান্তে ছাগলনাইয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।