ফুলবাড়ীয়ায় এমপিওভুক্তির দাবীতে শিক্ষকদের ক্লাশ বর্জন।

 জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারী কলেজসমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির দাবিতে ক্লাশ বর্জন ও অবস্থান ধর্মঘটের অংশ হিসাবে বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ীয়া উপজেলা সদরের ফুলবাড়ীয়া কলেজের সামনে ঘন্টাব্যাপী কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন ফুলবাড়ীয়া (অনার্স) কলেজ শাখা। বক্তারা বলেন, আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা নিয়মতান্ত্রিক উপায়ে কলেজে আসব কিন্তু কোন ক্লাশ নিবো না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো। এতে বক্তব্য রাখেন ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নাজমুল হক, ফুলবাড়ীয়া (অনার্স) কলেজ ফেডারেশনের সভাপতি মাহফুজুল হক, প্রভাষক শফিউদ্দিন আহমেদ, আফরোজা আক্তার, সারোয়ার কাইয়ুম, রিকুলা খাতুন প্রমুখ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *